স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ আগষ্ট) দুপুরের রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার দাউদপুর ইউনিয়নের পূর্বাচল আল -তাক্বওয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী সেলিম আহম্মেদের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড: মাহফুজুর রহমান হুমায়ূন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাস্টার,রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আফরান উদ্দিন ভূইয়া,দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কবির ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন নেতাকর্মীরা।
Design & Developed By: ECONOMIC NEWS