নিজস্ব প্রতিবেদকঃ গণতান্ত্রিক বাম ঐক্য এর জরুরী সভা ৩০/০৬/২০২৫ইং রোজ সোমবার জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সভাপতি কমরেড হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক খান মোঃ নুরে আলম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম, কেন্দ্রীয় নেতা কমরেড আমরুল হক প্রামানিক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান।
সভায় দেশের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কের দায়িত্ব আগামী ১ জুলাই থেকে পরবর্তী ৪ মাসের জন্য বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’ র সভাপতি কমরেড হারুন চৌধুরী পালন করবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ তার সময়কালে গণতান্ত্রিক বাম ঐক্যের দায়িত্ব যথাযথ ভাবে পালন করায় এবং জোটের কার্যক্রমে জোড়ালো ভূমিকা রাখার অভিনন্দিত করা হয়। জোটের সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply