পবিত্র ঈদুল আযহায় আসছে ইয়াশ রোহান ও তানজিন তিশা জুটির নতুন নাটক ‘কিসমত’। ভিন্ন ব্যক্তিত্বের দুই তরুণ-তরুণী কীভাবে একে অন্যের কাছে আসে ও প্রেমে পড়ে, দূরে সরে যায়- দর্শকদের সে গল্প বলবে নাটকটি।
ঈদের বিশেষ নাটক ‘কিসমত’র চিত্রনাট্যকার ও নির্মাতা মুহাম্মাদ মিফতাহ আনান। ঈদ আয়োজনের এ নাটকে নির্মাতা জুটি হিসেবে দাঁড় করিয়েছেন দর্শকপ্রিয় দুই তারকা ইয়াশ ও তিশাকে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা মুহাম্মাদ মিফতাহ আনান বলেন, ‘কিসমত ব্যাপারটা আসলেই অলৌকিক! মানব জনমের প্রায় সবটাই নিয়ন্ত্রণ করে এই কিসমত। যেমনটা করছে আমাদের এই গল্পের একজোড়া মানব-মানবীর জীবন। তারা কেউই জানে না শেষ পর্যন্ত তাদের কিসমতে কী আছে…।’
সিএমভি’র ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া ‘কিসমত’-এর গল্পটি বেশ ব্যতিক্রম। যেখানে দেখা যেতে পারে, ফাহাদ নামে কথা কম বলা এক নম্র-ভদ্র চরিত্রকে। এই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। গল্পে যিনি চরিত্রবান একজন সুদর্শন ছেলে, যার দুনিয়া বাসা-অফিস এবং লাইব্রেরিতে আবদ্ধ।
বিপরীতে সায়রা নামের চরিত্রটি ভার্সিটি লাইফে উড়াধুরা ভাবে কাটিয়ে ডজনের ওপর প্রেম করেও আজীবন সঙ্গী হবার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। এই চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে।
নির্মাতা জানান, দুই মেরুর এই দু’জন মানুষের কিসমতে কী আছে, কেমন করে তারা কাছে আসে কিংবা দূরে সরে যায়; সেই গল্পটাই বলার চেষ্টা করেছেন তিনি।
প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘কিসমত’সহ এই ঈদে সিএমভি’র ব্যানারে উন্মুক্ত হবে এক ডজন বিশেষ নির্মাণ। যা চাঁদরাত থেকে উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply