পুত্রসন্তানের বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। সোমবার (১৯ মে) রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অমির স্ত্রী।
এর আগে ২২ এপ্রিল ছিল এই নির্মাতার বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান দেন তারা বাবা-মা হতে যাচ্ছেন।
সন্তানের নাম প্রকাশ না করে অমি বলেন, ‘পুত্রসন্তানের বাবা হয়েছি। সবাই তার জন্য দোয়া করবেন।’
এর আগে প্রথম সন্তান হওয়ার অনুভূতি নিয়ে জানতে গিয়ে তিনি বলেন, ‘অনুভূতিটা একটু অন্যরকম। এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।’
প্রসঙ্গত, গেল ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল। তবে সবাইকে অবাক করে দিয়ে এ নির্মাতা ঘোষণা দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট-৫’র।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply