সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএসইতে কাট্টলী টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৫৪০ বারে ৫ লাখ ২০ হাজার ৯৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৭৪ বারে ২১ লাখ ৯২ হাজার ৪১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৮ শতাংশ, এস আলম কোল্ড রোলসের ৯ দশমিক ৪৭ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৯ দশমিক ৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ৯২ শতাংশ, মোজাফ্ফর স্পিনিংয়ের ৮ দশমিক ৯০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬ দশমিক ১০ শতাংশ ও কপারটেক ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৮৮ শতাংশ দর বেড়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply