
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): রাজিবপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, একজন সফল রাষ্ট্রনায়ক ও দেশপ্রেমিক নেতা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেশের অর্থনীতি, প্রশাসন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বক্তারা আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের আত্মনির্ভরশীলতা, শাসনব্যবস্থায় শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক জন নন্দিত জননেতা অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, অধ্যাক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক ওমর আলী, সাব্বির হোসেন মন্ডল, আহবায়ক সদস্য আলমাছ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতাবেক, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম মাহমুদ লিখন, ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মিজানুর রহমান লিমন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, আহবায়ক সদস্য আমজাদ হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান, সদস্য সচিব নাজমুল মাহমুদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হান্নান শাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং সাধারণ মানুষ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply