সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকা। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকার। ১২ কোটি ৩৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুডস, ড্রাগন সোয়টার, শাইনপুকুর সিরামিক্স, লাভেলো, কাট্টালি টেক্সটাইল, অগ্নি সিস্টেমস এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply