বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

সচিবালয়ের খোলা গেটে ভিড়, প্রবেশের অপেক্ষায় হাজারও কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭ Time View

গতকাল বুধবার দিনগত রাত ১টা ৫০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে আজ সকাল ৮টা ৫ মিনিটে। যদিও নির্বাপণ হয়নি এখনও। এরইমধ্যে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য একটি ফটক খুলে দেওয়া হয়েছে। 

আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সব কয়টি ফটক বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা-কর্মচারীরা ধীরে ধীরে কর্মস্থলে প্রবেশ করতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। জটলা বাড়তে থাকলে লাইনে দাঁড়িয়ে ঢুকতে থাকেন তারা।

জানা যায়, কার্ড পাঞ্চ করে এ গেট দিয়ে প্রবেশ করতে একটি দেরি হওয়ায় ফটকের বাইরে জটলা লেগে যায়। সবাকে লাইন ধরে প্রবেশ করতে হচ্ছে। তবে, এখন পর্যন্ত দর্শনার্থী ও সাংবাদিকদের প্রবেশের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS