রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সেইসঙ্গে ভবনটি থেকে ৫ জনকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খরব পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৯টার দিকে নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
বৈদ্যুতিক গোলযোগের কারণে ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেইসঙ্গে এ ঘটনায় ভবনের তৃতীয় তলা থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মতো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply