রাজধানীর গুলশান লেকের পাশে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিস এ তথ্য জানতে পারে। এ আগুন নিয়ন্ত্রণে সংস্থাটির ৭টি ইউনিট কাজ করছে।
বিকেলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, আগুনের খবর পাওয়ার পর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪টা ৩৯ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। তবে, কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানায়নি ফায়ার সার্ভিস। এমনকি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস আরও জানায়, ঘটনাস্থলে ৭টি ইউনিট পৌঁছেছে। তবে রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়িগুলো ঢুকতে অসুবিধা হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply