বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বয়স্কদের টার্গেট করে অভিনব কৌশলে প্রতারণা চুয়াডাঙ্গায় প্রতারক চক্রের এক সদস্যকে খুঁজছে পুলিশ সুনামগঞ্জের দিরাইয়ের বদলপুর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে সিএনজির চালকসহ ৫ জন আহত চলতি কর বছরে অদ্যাবধি ৩০ লাখের বেশী করদাতা ই-রিটার্ন দাখিল করেছে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়/২০২৫ সালের ফলাফল ঘোষণা শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিলেন আমীরে জামায়াত কাউখালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযান ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জন দলীয় সিদ্ধান্ত অমান্য: রুমিন ফারহানাসহ ৯ জনকে বিএনপি থেকে বহিষ্কার নড়াইল ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএম নাগিব হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের শোক

বিপিএলের বিদেশি ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিপিএল) একাদশ আসরের নিলাম। যেখানে আগেই ১৮৮ দেশি ক্রিকেটারের ক্যাটাগরি অনুযায়ী মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করে বিসিবি। এবার প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। আজ (রোববার) তাদের তালিকাও প্রকাশ্যে এলো।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। সবমিলিয়ে তাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা (৩৮ জন) ক্রিকেটারের মূল্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি (৬৬) ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি (১৩৫) ২৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা (১৮১) ক্রিকেটাদের ১৫ হাজার ডলার করে ভিত্তিমূল্য ধরা হয়েছে।

ক্যাটাগরি ‘এ’

জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।

ক্যাটাগরি ‘বি’

কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা।

ক্যাটাগরি ‘সি’

ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার।

‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা বড় নাম

সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন।

আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে। যার জন্য চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। একইসঙ্গে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা (ঢাকা ক্যাপিটালস) ও চট্টগ্রাম (চিটাগাং কিংস) আসরটিতে ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS