যুক্তরাজ্যের বাজারে যুক্ত হলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা পিএলসির দুইটি পণ্য।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, যুক্তরাজ্যের বাজারে সারট্রালাইন ১০০ এমজি এবং প্রোপিলথিওরাসিল ৫০ এমজি ট্যাবলেটের প্রথম চালান সফলভাবে প্রেরণ করা হয়েছে। এই উচ্চ-মানের ট্যাবলেটগুলো বাংলাদেশের রাজেন্দ্রপুরে রেনেটার ইউকে-এমএইচআরএ অনুমোদিত সুবিধাতে তৈরি করা হয়েছে।
রেনেটা-ইউকে এর ব্র্যান্ডিংয়ের অধীনে এবং একটি স্থানীয় বাণিজ্যিকীকরণ দলের সাথে অংশীদারিত্বে এই ওষুধগুলো শ্রীঘ্রই যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।
বাংলাদেশে এই ওষুধগুলো তাদের স্থানীয় ব্র্যান্ড সেরোনেক্স (সারট্রালাইন) এবং পিটিইউ (প্রোপিলথিওরাসিল) নামে পরিচিত।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply