বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ২৪-এর বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ থেকে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, ‘আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা জনগণের সেবক হতে চাই। আমরা দেশের খাদেম হবো, মালিক হবো না।’ ক্ষমতায় গেলে জামায়াত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় ২৪-এর বিল্পবের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। বলেন, ‘চেতনা থেকে বিচ্যুত হলে জাতি মেনে নেবে না। নির্বাচনী রোডম্যাপের আগে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না।’
দেশে রাজনৈতিক ঐক্য চান উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চাই না। রাজনৈতিক মতবিরোধ থাকলেও, জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকবো। সবাই মিলে, সবাইকে নিয়ে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তোলা হবে।’
এদিকে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা লুকিয়ে আছে বলে অভিযোগ তুলেছেন দলটির সহ. সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের দ্রুত খুঁজে বের করে অপসারণ করার পাশাপাশি বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি দাবি করেন, মিথ্যা মামলায় জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয়েছে। সরকার ও প্রশাসনের যেসব মানুষ জামায়াত নেতাদের হত্যা করেছে, তাদের গ্রেফতার করতে হবে। সাজানো মামলায় জামায়াত নেতাদের ফাঁসির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply