বিদায়ী সপ্তাহে (২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে ইসলামী ব্যাংকের শেয়ারদর ১৫ টাকা অর্থাৎ ৩০ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ২ টাকা ৭০ পয়সা বা ২৬ দশমিক ২১ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাক লিমিটেড। এছাড়া ২ টাকা ৫০ পয়সা বা ১৭ দশমিক ৯৯ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণ ওয়ান: স্কিম টু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, রহিম টেক্সটাইলস লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply