পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। সমালোচনা থেকে বিরত থাকুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উত্তেজিত অবস্থায় নেওয়া ঠিক হবে না। চিন্তা-ভাবনা করে ভ্রমণের দিকে অগ্রসর হওয়া উচিত। প্রেমের ক্ষেত্রে মান অভিমান চলতে পারে। অর্থ অপচয় হওয়ার যোগ আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): আবেগ ও অনুভূতি বাড়বে। সামাজিক কাজকর্মে ব্যস্ততা বাড়বে। দৃঢ় মানসিকতার জন্য সফলতা পাবেন। মুক্ত ও উদার দৃষ্টিভঙ্গি দ্বারা পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসা-বাণিজ্য যুক্তদের ভালো সময়। আত্মকেন্দ্রিক ও স্বার্থবাদী লোকদের থেকে সাবধান থাকুন। শারীরিক বিষয়ে যত্নশীল হোন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): গৃহসংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। পরিবারে আত্মীয়-স্বজনের সমাগম হবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রণয়ঘটিত বিষয় আপনার জন্য শুভ। দূর ভ্রমণের সুযোগ পাবেন। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগসংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): দ্বৈত মানসিকতা পরিহার করার চেষ্টা করুন। ভ্রমণে বিশেষ সতর্ক থাকুন। অতিরিক্ত রাগ, জেদ পারিবারিক বিষয়ে সমস্যা বাড়াবে। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিক দিক ভালো যাবে। স্বাস্থ্য সচেতন হোন। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। এ সপ্তাহে অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। আকস্মিক প্রতিকূলতা আপনার সফলতাকে বিঘ্নিত করতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): এ সপ্তাহে আপনার উৎসাহ ও উত্তম বাড়বে। নতুন ও অভিনবত্বের প্রতি আকর্ষণ বাড়বে। চাকরি ক্ষেত্রে মানসিক চাপে থাকতে পারেন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। অনেকে দেশের বাইরে ভ্রমণের সুযোগ পাবেন। পেশাগত কাজে যথেষ্ট ব্যস্ত হয়ে পড়বেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মসূত্রে জলিলতা বাড়বে। আত্মকেন্দ্রিক লোকদের দ্বারা প্রভাবিত ও পরিচালিত হবেন না। ব্যবসায়িক লেনদেনে সতর্ক হোন। নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন। আয়-ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হবে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সাফল্য আস্বাদন করবেন। আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হবে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখুন। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সম্মান ও জনপ্রিয়তা বাড়বে। আপনার পেশায় মূল্যায়ন পাবেন। সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হোন। পেশাগত উৎকর্ষতা বাড়বে। আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পেশায় সাফল্য পাবেন। রাগ-জেদ পারিবারিক বিষয়ে সমস্যা বাড়াবে। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক যোগাযোগ শুভ। আর্থিক সুবিধা লাভ করবেন। নিঃস্বার্থ মানসিকতার জন্য প্রশংসিত হবেন। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। বিদেশসংক্রান্ত যোগাযোগ শুভ। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হবে। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply