রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বীরগঞ্জের চাঞ্চল্যকর দানিউল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, হত্যাকারী স্ত্রী সহ ৩ জন ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকে স্টার্টআপ ফান্ডের চেক হস্তান্তর করলো আইএফআইসি ব্যাংক চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে ইসি কুড়িগ্রাম সরকারি কলেজে রিপোর্টার্স ক্লাবের নতুন আহবায়ক কমিটির ঘোষণা উলিপুর রুপার খামারে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের অভিযোগ আবাসন ও সেমিকন্ডাক্টর ব্যবসা শুরুর অনুমোদন পেল এসিআই

কর্মক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস নয়-জেলা প্রশাসক

মকবুল হোসেন
  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের জেলা পর্যায়ের সকল দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে আজ ১৮ জানুয়ারি রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি/২৬ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সঞ্চালনায় ময়ময়সিংহ পুলিশ সুপার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার অন্তর্গত ১৩ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, জেলার অন্তর্গত অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্পের কার্যক্রমে কোনো ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হলে আমাকে হোয়াটসঅ্যাপে আপডেট জানাবেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ের নামকরণ শহীদ সাগর চত্বর করার কার্যক্রম চলমান। মশা নিধনে ৩৩ ওয়ার্ড জুড়ে ক্রাশ প্রোগ্রাম, যানজট ও পার্কিং সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম, মাইকিং, প্রচার, সকাল ও দুপুরে লার্ভিসাইড, সন্ধ্যায় এডাল্টিসাইড কার্যক্রম চলমান রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, হলুদ ও আখ উৎপাদনে প্রণোদনা দিচ্ছে সরকার। বর্তমানে ভালুকা, ত্রিশাল ও ফুলবাড়িয়ায় এ কার্যক্রম চলছে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) জানায়, আগামী ২০ জানুয়ারি ২০২৬ খ্রি: থেকে আরবি ভাষা শিক্ষার উপর তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও অন্যান্য দপ্তর তাদের নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

সভাপতি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার রেজিষ্ট্রেশনে ময়মনসিংহ দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আসন্ন জাতীয় নির্বাচনে নিজ নিজ ক্ষেত্রে যার যা ভূমিকা আছে, তা পালন করতে হবে। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমাদের কোনো একটা অবহেলার কারণে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী, আনসার বাহিনীর সদস্য, উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ কোনো বিপদের সম্মুখীন না হয়। সরকারি দপ্তরের কর্মকর্তাগণ নিজ দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারণা চালাতে পারবেন না। গণভোটের প্রচারণায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস ময়মনসিংহের পাশাপাশি তৃণমূল পর্যায়ে যে সকল দপ্তর সরাসরি জড়িত, গণভোট বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করুন। আসন্ন নির্বাচনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সকল কেন্দ্র ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতাধীন থাকবে। কর্মক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস নয়। সকলের সার্বিক সহযোগিতায় আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS