সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। ছন্দহীনতার কারণে অনেকেই ধারণা করেছিল বিশ্বকাপ দলে তিনি সুযোগ পাবেন কিনা। কিন্তু সব শঙ্কা কাটিয়ে এখন দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন লিটন। দেশ ছাড়ার আগে বিশ্বকাপে জায়গা পাওয়া ক্রিকেটারদের আলাদাভাবে সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। যা একে একে প্রকাশ করছে তারা। মঙ্গলবার (২১ মে) লিটনের নেয়া সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। যেখানে নানা বিষয়ে কথা বলেছেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সাক্ষাৎকারে লিটন কথা বলেছেন নিজের ক্রিকেট নিয়ে। খারাপ সময়ে যা করেন তিনি তাও-ও জানিয়েছেন লিটন। পাশাপাশি অধিনায়ক শান্তর অধিনায়কত্ব নিয়েও আলোচনা করেছেন তিনি।
যখন খারাপ সময় যায় তখন অনেকেই লিটনকে মোটিভেশন বা প্রেরণা দিয়ে থাকেন। এমনকি বাজে সময়ে তার স্ত্রী তাকে সাহস জোগান। লিটন বলেন, ‘আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে সবসময়। অনেক কোচই আছে যাদের সাথে কথা হয় যারা কিনা আমাকে মোটিভেট করে। আসলে এই সময়ে মোটিভেট করাটা অনেক বড় বিষয়। সবচেয়ে আমার কাছের মানুষ হচ্ছে স্ত্রী। সবসময় আমাকে সাহস দেয়, এর থেকে আর বড় কিছু লাগে না।’
এদিকে নাজমুল হোসেন শান্তর অধীনে প্রথমবার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। সময়ের সাথে সাথে শান্ত যে ভালো করছেন তা জানিয়েছেন লিটন। তিনি বলেন, ‘খুবই ভালো শেষ কয়েকটা সিরিজ সে (শান্ত) অধিনায়কত্ব করছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেহেতু নিউ কামার তার কাছে তিন ফরম্যাটের অধিনায়কত্ব গিয়েছে। ওভারঅল যা দেখছি তাতে মনে হচ্ছে উন্নতি। স্বাভাবিক যে কোনো মানুষের উন্নতির শেষ নেই সে খুব ভালো করছে।’
২০২২ বিশ্বকাপের পর অনেক কিছু বদলেছে। নতুন অধিনায়কের পাশাপাশি দলে এসেছে অনেক তরুণ ক্রিকেটার। লিটনের আশা এবারের বাংলাদেশ দলটা বেশ সামঞ্জস্যপূর্ণ। পারফেক্ট খেলাটা মাথা ঠাণ্ডা রেখে খেলতে পারলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ভালো কিছু করতে পারবে বলে মনে করেন লিটন।
লিটন দাস বলেন, ‘২০২২ বিশ্বকাপের পর থেকেই কিন্তু আমাদের দলটা বেশ সামঞ্জস্যপূর্ণ। আমরা অনেকগুলো সিরিজও জিতেছি। আর বর্তমানে খুব ভালো টি-টোয়েন্টিও খেলছি। অবশ্যই বিশ্বকাপে একটা আলাদা চাপ থাকবে, সব দলেরই থাকে। তবে আমার কাছে মনে হয়, আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি… মাথা ঠাণ্ডা রেখে যদি খেলা যায় তবে আমাদের খুব ভালো একটা সুযোগ আছে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply