দ্বিতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করছে বাংলাদেশ। টুর্নামেন্টের তিন মাস আগে প্রকাশ করা হয়েছে খেলার সূচি। এক নজরে সেটি দেখে নেয়া যাক।
রোববার (৫ মে) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিসের উপস্থিতিতে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়। সে সময়ে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি।
এবারের বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো—বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।
ক্রমিক নম্বর | দল | তারিখ ও বার | সময় | ভেন্যু |
১ | ইংল্যান্ড-পাকিস্তান | ২৭ সেপ্টেম্বর, শুক্রবার | দুপুর ২টা | বিকেএসপি-৩ |
২ | অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ২ | ২৮ সেপ্টেম্বর, শনিবার | সকাল ১০টা | বিকেএসপি-৩ |
৩ | বাংলাদেশ-নিউজিল্যান্ড | ২৮ সেপ্টেম্বর, শনিবার | সকাল ১০টা | বিকেএসপি-৪ |
৪ | ভারত-ওয়েস্ট ইন্ডিজ | ২৮ সেপ্টেম্বর, শনিবার | দুপুর ২টা | বিকেএসপি-৩ |
৫ | দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ১ | ২৮ সেপ্টেম্বর, শনিবার | দুপুর ২টা | বিকেএসপি-৪ |
৬ | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | ৩০ সেপ্টেম্বর, সোমবার | সকাল ১০টা | বিকেএসপি-৩ |
৭ | কোয়ালিফায়ার ১-কোয়ালিফায়ার ২ | ৩০ সেপ্টেম্বর, সোমবার | দুপুর ২টা | বিকেএসপি-৩ |
৮ | বাংলাদেশ-ভারত | ৩০ সেপ্টেম্বর, সোমবার | সকাল ১০টা | বিকেএসপি-৪ |
৯ | দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড | ৩০ সেপ্টেম্বর, সোমবার | দুপুর ২টা | বিকেএসপি-৪ |
১০ | ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান | ১ অক্টোবর, মঙ্গলবার | সকাল ১০টা | বিকেএসপি-৪ |
ম্যাচ নম্বর | দল | তারিখ ও বার | সময় | ভেন্যু |
১ | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | ৩ অক্টোবর, বৃহস্পতিবার | বিকেল ৩টা | মিরপুর |
২ | বাংলাদেশ-কোয়ালিফায়ার ২ | ৩ অক্টোবর, বৃহস্পতিবার | সন্ধ্যা ৭টা | মিরপুর |
৩ | অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১ | ৪ অক্টোবর, শুক্রবার | বিকেল ৩টা | সিলেট |
৪ | ভারত-নিউজিল্যান্ড | ৪ অক্টোবর, শুক্রবার | সন্ধ্যা ৭টা | সিলেট |
৫ | দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ | ৫ অক্টোবর, শনিবার | বিকেল ৩টা | সিলেট |
৬ | বাংলাদেশ-ইংল্যান্ড | ৫ অক্টোবর, শনিবার | সন্ধ্যা ৭টা | সিলেট |
৭ | নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১ | ৬ অক্টোবর, রোববার | বিকেল ৩টা | সিলেট |
৮ | ভারত-পাকিস্তান | ৬ অক্টোবর, রোববার | সন্ধ্যা ৭টা | সিলেট |
৯ | ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ২ | ৭ অক্টোবর, সোমবার | সন্ধ্যা ৭টা | মিরপুর |
১০ | অস্ট্রেলিয়া-পাকিস্তান | ৮ অক্টোবর, মঙ্গলবার | সন্ধ্যা ৭টা | সিলেট |
১১ | বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ | ৯ অক্টোবর, বুধবার | বিকেল ৩টা | মিরপুর |
১২ | ভারত-কোয়ালিফায়ার ১ | ৯ অক্টোবর, বুধবার | সন্ধ্যা ৭টা | সিলেট |
১৩ | দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২ | ১০ অক্টোবর, বৃহস্পতিবার | সন্ধ্যা ৭টা | মিরপুর |
১৪ | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড | ১১ অক্টোবর, শুক্রবার | বিকেল ৩টা | সিলেট |
১৫ | পাকিস্তান-কোয়ালিফায়ার ১ | ১১ অক্টোবর, শুক্রবার | সন্ধ্যা ৭টা | সিলেট |
১৬ | ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | ১২ অক্টোবর, শনিবার | বিকেল ৩টা | মিরপুর |
১৭ | বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা | ১২ অক্টোবর, শনিবার | সন্ধ্যা ৭টা | মিরপুর |
১৮ | পাকিস্তান-নিউজিল্যান্ড | ১৩ অক্টোবর, রোববার | বিকেল ৩টা | সিলেট |
১৯ | ভারত-অস্ট্রেলিয়া | ১৩ অক্টোবর, রোববার | সন্ধ্যা ৭টা | সিলেট |
২০ | ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২ | ১৪ অক্টোবর, সোমবার | বিকেল ৩টা | মিরপুর |
২১ | সেমিফাইনাল ১ | ১৭ অক্টোবর, বৃহস্পতিবার | সন্ধ্যা ৭টা | সিলেট |
২২ | সেমিফাইনাল ২ | ১৮ অক্টোবর, শুক্রবার | সন্ধ্যা ৭টা | মিরপুর |
২৩ | ফাইনাল | ২০ অক্টোবর, রোববার | সন্ধ্যা ৭টা | মিরপুর |
বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply