রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪

দ্বিতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করছে বাংলাদেশ। টুর্নামেন্টের তিন মাস আগে প্রকাশ করা হয়েছে খেলার সূচি। এক নজরে সেটি দেখে নেয়া যাক।

রোববার (৫ মে) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিসের উপস্থিতিতে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়। সে সময়ে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি। 

এবারের বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো—বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের সূচি-

ক্রমিক নম্বরদলতারিখ ও বারসময় ভেন্যু
ইংল্যান্ড-পাকিস্তান২৭ সেপ্টেম্বর, শুক্রবারদুপুর ২টাবিকেএসপি-৩
     
অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ২২৮ সেপ্টেম্বর, শনিবারসকাল ১০টাবিকেএসপি-৩
বাংলাদেশ-নিউজিল্যান্ড২৮ সেপ্টেম্বর, শনিবারসকাল ১০টা বিকেএসপি-৪
ভারত-ওয়েস্ট ইন্ডিজ২৮ সেপ্টেম্বর, শনিবারদুপুর ২টাবিকেএসপি-৩
দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ১২৮ সেপ্টেম্বর, শনিবারদুপুর ২টাবিকেএসপি-৪
     
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড৩০ সেপ্টেম্বর, সোমবারসকাল ১০টাবিকেএসপি-৩
কোয়ালিফায়ার ১-কোয়ালিফায়ার ২৩০ সেপ্টেম্বর, সোমবারদুপুর ২টাবিকেএসপি-৩
বাংলাদেশ-ভারত৩০ সেপ্টেম্বর, সোমবারসকাল ১০টাবিকেএসপি-৪
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড৩০ সেপ্টেম্বর, সোমবারদুপুর ২টাবিকেএসপি-৪
     
১০ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান১ অক্টোবর, মঙ্গলবারসকাল ১০টাবিকেএসপি-৪

বিশ্বকাপের মূল ম্যাচের সূচি-

ম্যাচ নম্বরদলতারিখ ও বারসময় ভেন্যু
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা৩ অক্টোবর, বৃহস্পতিবারবিকেল ৩টামিরপুর
বাংলাদেশ-কোয়ালিফায়ার ২৩ অক্টোবর, বৃহস্পতিবারসন্ধ্যা ৭টামিরপুর
     
অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১৪ অক্টোবর, শুক্রবারবিকেল ৩টাসিলেট
ভারত-নিউজিল্যান্ড৪ অক্টোবর, শুক্রবারসন্ধ্যা ৭টাসিলেট
     
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ৫ অক্টোবর, শনিবারবিকেল ৩টাসিলেট
বাংলাদেশ-ইংল্যান্ড৫ অক্টোবর, শনিবারসন্ধ্যা ৭টাসিলেট
     
নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১৬ অক্টোবর, রোববারবিকেল ৩টাসিলেট
ভারত-পাকিস্তান৬ অক্টোবর, রোববারসন্ধ্যা ৭টাসিলেট
     
ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ২৭ অক্টোবর, সোমবারসন্ধ্যা ৭টামিরপুর
     
১০অস্ট্রেলিয়া-পাকিস্তান৮ অক্টোবর, মঙ্গলবারসন্ধ্যা ৭টাসিলেট
     
১১বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ৯ অক্টোবর, বুধবারবিকেল ৩টামিরপুর
১২ভারত-কোয়ালিফায়ার ১৯ অক্টোবর, বুধবারসন্ধ্যা ৭টাসিলেট
     
১৩দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২১০ অক্টোবর, বৃহস্পতিবারসন্ধ্যা ৭টামিরপুর
     
১৪অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড১১ অক্টোবর, শুক্রবারবিকেল ৩টাসিলেট
১৫পাকিস্তান-কোয়ালিফায়ার ১১১ অক্টোবর, শুক্রবারসন্ধ্যা ৭টাসিলেট
     
১৬ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ১২ অক্টোবর, শনিবারবিকেল ৩টামিরপুর
১৭বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা১২ অক্টোবর, শনিবারসন্ধ্যা ৭টামিরপুর
     
১৮পাকিস্তান-নিউজিল্যান্ড১৩ অক্টোবর, রোববারবিকেল ৩টাসিলেট
১৯ভারত-অস্ট্রেলিয়া১৩ অক্টোবর, রোববারসন্ধ্যা ৭টাসিলেট
     
২০ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২১৪ অক্টোবর, সোমবারবিকেল ৩টামিরপুর
     
২১সেমিফাইনাল ১১৭ অক্টোবর, বৃহস্পতিবারসন্ধ্যা ৭টাসিলেট
     
২২সেমিফাইনাল ২১৮ অক্টোবর, শুক্রবারসন্ধ্যা ৭টামিরপুর
     
২৩ফাইনাল২০ অক্টোবর, রোববারসন্ধ্যা ৭টামিরপুর

বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS