পবিত্র রমজান মাস শেষে আবারও এল ঈদুল ফিতর। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সারা বাংলাদেশ জুড়ে উদযাপিত হবে ঈদ। তবে বিশ্বের অনেক দেশেই একদিন আগে উদযাপিত হয়েছে বিশেষ এই ধর্মীয় অনুষ্ঠান। অন্যান্য ক্ষেত্রের মতো ঈদের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। বিশেষ এই উৎসবকে ঘিরে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
আল নাসরের হয়ে খেলতে গত এক বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন রোনালদো। সেই সুবাদে ইসলামিক সংস্কৃতি এবং উৎসব সম্পর্কে জানার সুযোগ হয়েছে পর্তুগিজ তারকার। ঈদের দিন শুভেচ্ছা জানানোর বিষয়টিও হয়তো তারই বহিঃপ্রকাশ।
বুধবার (১০ এপ্রিল) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ঈদ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। নিজের একটি হাসিমাখা ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘ঈদ মুবারক! বিশেষ এই দিনে সব সব ধরনের আনন্দ, খুশি এবং শান্তি কামনা করছি।’
সৌদি প্রো লিগে সময়টা দারুণ কাটছে রোনালদোর। লিগে নিজের দলের সর্বশেষ ৩ ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক করেছেন তিনি। তবে আল হিলালের বিপক্ষে সর্বশেষ সুপার কাপের ম্যাচে মেজাজ হারিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন রোনালদো। প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে দেখেন লাল কার্ড। এতে আর্থিক জরিমানার পাশাপাশি শাস্তি পেতে যাচ্ছেন তিনি।
রোনালদোর মতোই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন করিম বেনজেমা। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।
ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।)’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply