আগের দিনের ৩ উইকেট নিয়ে ব্যাট করতে নেমে এদিনও খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। নাইটওয়াচম্যান হিসেবে নেমে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো খেলেছেন এই টেইলেন্ডার ব্যাটার। শেষদিকে শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ ক্যামিও ইনিংস খেলেন। তাতে ২০০ রানের সম্ভাবনা তৈরি হলেও আগেই গুটিয়ে যায় টাইগাররা।
শনিবার (২৩ মার্চ) সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আগের দিনের ৩২ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন আরও ১৫৬ রান যোগ করে টাইগাররা। বাংলাদেশের প্রথম ইনিংস থামে ১৮৮ রানে। তাতে প্রথম ইনিংস শেষে লঙ্কানদের চেয়ে ৯২ রানে পিছিয়ে থাকল নাজমুল হোসেন শান্তর দল।
আগের দিনের করা ৩ উইকেটে ৩২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলেছেন তাইজুল। অন্যপ্রান্তে মাহমুদুল হাসান জয়কে অবশ্য বেশ সংগ্রামই করতে হয়েছে লঙ্কান পেসারদের বিপক্ষে। তার সেই সংগ্রামের ইতি টানেন লাহিরু কুমারা।
ইনিংসে প্রথমবার বোলিং করতে এসেই জয়ের উইকেট তুলে নেন কুমারা। দ্বিতীয় স্লিপে থাকা ধনাঞ্জয়া ডি সিলভাকে ক্যাচ দিয়ে সাজঘরের ফেরেন জয়। আগের দিনের ৯ রান নিয়ে এদিন ব্যাট করতে নেমে এদিন মাত্র ৩ রান যোগ করতে পেরেছেন ডানহাতি এই ব্যাটার।
জয়ের বিদায়ের পর উইকেটে আসেন শাহাদাত হোসেন দিপু। শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। কুমারার বলে তিনিও ক্যাচ দেন স্লিপে। ২৬ বলে ১৮ রান করেছেন দিপু।
ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর এদিন প্রথম ব্যাট করতে নামেন লিটন। শুরুটা দারুণ করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ৪৩ বলের ইনিংসে প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগই দেননি এই ব্যাটার। তবে লাহিরু কুমারার দুর্দান্ত এক বলে শেষমেশ বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।
এক প্রান্তে নিয়মিত উইকেট হারালেও অন্যপ্রান্ত ধরে রেখেছিলেন তাইজুল। তবে রাজিথার বলে ভাঙে সেই প্রতিরোধ। ৪৭ রান করে আউট হন তাইজুল। টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে একবার ৩৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply