অমর একুশে উপলক্ষে মাগুরায় হয়ে গেল ১৪ দলীয় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিপিএল মাতাতে সাকিব আল হাসান চট্টগ্রামে ছিলেন। তাই বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। এ সময় টুর্নামেন্টটি শান্তিপূর্ণভাবে শেষ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সাকিব আল হাসানের পিতা খন্দকার মসরুর রেজা কুটিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মসিউদ্দৌলা রেজা ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply