দশম বিপিএলে প্রথম দল হিসেবে দুই শতাধিক রানের সংগ্রহের দিনে জয় পেল রংপুর রাইডার্স। দলটি থেকে তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাইরা চলে যাওয়ার পরেও ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রিজা হেনড্রিকস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও জিমি নিশামরা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালঞ্জোর্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে টেবিলের শীর্ষস্থানে দলটির অবস্থান আরও শক্ত হলো।
বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply