ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৭.৬৪ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৩৬৪ বারে ৯৪ লাখ ৬৫ হাজার ৫৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৫ লাখ টাকা।
শাহজালাল ইসলামী ব্যাংক লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১০ পয়সা বা দশমিক ৪৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা দরে লেনদেন হয়।
আমরা নেটওয়ার্কস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১ টাকা বা ২ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, বিডি থাইফুড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, এটলাস বাংলাদেশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply