বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। দলের এমন পারফরমেন্সে খুশি অধিনায়ক সাকিব আল হাসান। তার কথামতে, দলের কাছে এর চেয়ে ভালো কিছু আর চাওয়া যায় না।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ইংল্যান্ড। জবাবে ১২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজের দল।
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা যেভাবে খেলেছি, সেটি ছিল দুর্দান্ত। দলের কাছে আর কী চাইব! বোলাররা কখনও ভয় পায়নি। সকলে জানত, তাদের কি করা দরকার। বোলররা পরিকল্পনা করে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আটকিয়েছে। টি-টোয়েন্টিতে এমন পারফরমেন্স করলে কাউকে চিন্তা করা লাগে না।’
এ দিন সাকিব নিজেই বাটলারের ক্যাচ মিস করেছেন। কথা বলার সময় সেই বিষয়টিও তুলে এনেছেন। সাকিব বলেন, ‘আমার ক্যাচ মিস বাদে সকলে খুব ভালো ফিল্ডিং করেছে। এটাই আমরা করতে চেয়েছি। আমরা ড্রেসিংরুমে এমন পরিবেশই তৈরি করার চেষ্টা করছি। আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারব।’
ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই বাংলাদেশ দুটি বিশ্বকাপের প্রস্তুতি সারবে, সেটি আগেই জানানো হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছি। ২০২৪ সালের বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। আমরা সেটিই গড়ে তোলার চেষ্টা করি। এভাবে যদি আমরা ভালো দল গড়ে তুলতে পারি, তাহলে বিশ্বকাপেও ভালো কিছু হবে।’
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের পরবর্তী দুই টি-টোয়েন্টি ম্যাচ ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply