রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ২০২৫: ক্রিকেট উৎসবে মাতবে প্রবাসী জনতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ প্রবাসে বসবাসরত বাংলাদেশি এবং পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের জন্য আসছে এক দারুণ খবর। আগামী আগস্ট ২০২৫-এ সৌদি আরবের রিয়াদে বসতে চলেছে বহু প্রতীক্ষিত প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ (পিবিপিএল) ২০২৫-এর প্রথম আসর। প্রবাসী কমিউনিটির অন্যতম পরিচিত মুখ এবং ক্রীড়া সংগঠক জনাব মাকবুল আহমাদ পাটওয়ারীর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

প্রথমবারের মতো আয়োজিত এই টি-১০ ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেবে, যা চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। অংশ নেওয়া দলগুলো হলো: ঢাকা কিংস, চট্টগ্রাম জায়ান্টস, বরিশাল বাদশাহস, খুলনা রয়েল বেঙ্গল টাইগার্স, সিলেট ইউনাইটেডস, কুমিল্লা স্টারস, নোয়াখালী ওয়ারিয়র্স, চাঁদপুর সুলতানস এবং ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স।

সৌদি ক্রিকেট ফেডারেশনের লাইসেন্স এবং সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে যা এর পেশাদারিত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের ৪০ জনেরও বেশি তারকা টেপ টেনিস ক্রিকেটার মাঠে নামবেন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন: হেলিকপ্টার বাবলু, ডিজে রনি, কিং শুক্কুর, জিনের বাদশা গুল্ডি, শাহরিয়ার কমল সহ আরও অনেক পরিচিত মুখ। পাকিস্তানের টেপ টেনিস তারকাদের মধ্যে তৈমুর মির্জা, উমরি পেসার, ফাহাদ মিয়া চান্নু সহ প্রায় ৩২ জন যারা এই আসরে যোগ দেবেন যা টুর্নামেন্টকে আরও জমজমাট করে তুলবে।

পিবিপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট তারকা মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের একজন সাবেক তারকা ক্রিকেটারের উপস্থিত থাকার জোর সম্ভাবনা রয়েছে, যা টুর্নামেন্টের মর্যাদা আরও বাড়িয়ে দেবে। টুর্নামেন্টের বিজয়ী এবং রানার্সআপ দলের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে উভয় দলই একটি করে ব্র্যান্ড নিউ গাড়ি পাবেব যা খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে। 

রিয়াদের ক্লাব গ্রাউন্ড ওয়াদি লাবান-এ অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচ। বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে, যার ফলে দেশের ক্রিকেটপ্রেমীরাও প্রবাসের এই ক্রিকেট উৎসব উপভোগ করতে পারবেন। আয়োজক কমিটি আশা করছে, প্রতিটি ম্যাচে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার প্রবাসী দর্শক মাঠে এসে খেলা উপভোগ করবেন।

দর্শকদের সুবিধার্থে রিয়াদ শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রায় ২০টি বাসে প্রবাসীদের মাঠে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। সাপ্তাহিক ছুটির দিনে এই বাসের সংখ্যা দ্বিগুণ করা হবে। দর্শকদের জন্য টিকিটের মূল্য নামমাত্র রাখা হয়েছে, পাশাপাশি ভিআইপি এবং পারিবারিক সদস্যদের জন্য থাকছে পৃথক ব্যবস্থা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে প্রায় ৩০ লাখ প্রবাসী রয়েছেন, যার মধ্যে ১৫ লাখই রাজধানী রিয়াদে বসবাস করেন।

এই বিশাল প্রবাসী জনগোষ্ঠীকে ক্রিকেটের মাধ্যমে একত্রিত করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য থাকবে নানান আয়োজন। প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ২০২৫ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি প্রবাসীদের মিলনমেলা, যেখানে ক্রিকেট আর সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হবে এক নতুন ইতিহাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS