সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৩ কোটি ৮০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-ব্যাংক এশিয়া, রেনাটা ও আল-হাজ্ টেক্সটাইল। আজ এই তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ টাকারও বেশি।
সূত্রমতে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া। এদিন কোম্পানিটির ১৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর লেনদেন হয়েছে রেনাটা ২ কোটি ৪৫ লাখ টাকার। আল-হাজ্ টেক্সটাইল লেনদেন হয়েছে ২ কোটি ৩৩ লাখ টাকার।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-শার্প ইন্ডাস্ট্রিস ১ কোটি ৯১ লাখ টাকার এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply