বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় আলু উৎপাদনের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি আমার দীর্ঘ দিনের ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা- শামা ওবায়েদ ইসলাম রিংকু উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বরিশাল বিভাগে ভোটের লড়াইয়ে ৩ নারী প্রার্থী…! কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি উত্তর মান্ডায় লিটনের জুয়ার আস্তানায় অভিযান: ১৭ জুয়াড়ি আটক, দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের অভিযোগ অর্থনীতি ও জনজীবন: নতুন বছরে নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত

উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

রাজধানীর উত্তরায় গত ১৩/০১/২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহ করে অফিসে যাওয়ার সময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক রাকিবুল ইসলাম শান্তর উপর হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সুত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরস্থ গরীবে নেওয়াজ এভিনিউ জমজম টাওয়ারের পাশে মুসলিম রেস্টুরেন্ট-এ অবৈধ গ্যাস সংযোগের সংবাদ সংগ্রহ বিষয়কে কেন্দ্র করে উক্ত রেস্টুরেন্টের মালিক কর্মচারীরা পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে হোটেলের খুস্তি, লোহার রড, চাপাতি ও দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক রাকিবুল ইসলাম শান্ত (৩০)এর উপর বেআইনী জনতাবদ্ধে অতর্কিতভাবে আক্রমণ করে।

মুসলিম রেস্টুরেন্টের মালিক কর্মচারীর হামলায় শান্ত গুরুতর আহত হয়ে ৩ দিন ধরে উত্তরা ৬ নং সেক্টর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ভুক্তভুগির পরিবার সুত্রে জানা যায়,মাথায় আঘাত ও চোখের রক্তক্ষরণের কারণে শান্তর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় আহত সাংবাদিক রাকিবুল ইসলাম শান্তর ছোট ভাই মোঃ রাহাদ ইসলাম পিতা-মোঃ সুরুজ মিয়া, বাদি হয়ে মুসলিম রেস্টুরেন্ট এর মালিক খোকন এবং তার সহযোগী সোহাগ জমাদ্দার,জাকির, রবিউল ইসলাম রাজু, ইদ্রিস, আরিফুল ইসলামসহ অজ্ঞাত ১৫/২০ জনের নামে গতকাল রাতে উত্তরা পশ্চিম থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সুত্রে জানা যায়, ১ নং বিবাদী খোকন ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য ও অর্থ যোগানদাতা। খোকনের নেতৃত্বে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে শান্তকে মারতে মারতে সড়কে নিয়ে যায়। তারা শান্তর মাথায়, চোখমুখ ও পিঠে কোমড়ে আঘাত করে এবং গুরুতর রক্তাক্ত জখম করে।

এজাহার সুত্রে আরো জানা যায়, শান্তর কাছে থাকা ক্যামেরা (পিবি-১০০) ভেঙ্গে ক্ষতিসাধন করে। তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং বাম হাতের মধ্যমা আঙ্গুল ভেঙ্গে যায়। তার ডান কান দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। বিবাদীরা রাকিবুল ইসলাম শান্তর কাছে থাকা ভিভো-ওয়াই-২৯ মোবাইল ফোন মূল্য ২৬,০০০/-টাকা মূল্যের মোবাইল ফোন, একটি হাত ঘড়ি মূল্য ২৩,০০০/-টাকা মূল্যের ঘড়ি গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য ২,০০,০০০/-টাকা মূল্যের স্বর্ণের চেইন সহ তার কাছে থাকা নগদ ৩২,৩০০/-টাকা নিয়ে নেয় এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি হুমকি প্রদান করে। এজাহারে আরো উল্লেখ করা হয় বিবাদীরা শান্তর কাছ থেকে গোপন ক্যামেরার ডিভাইসহ মেমোরী কার্ড, পেন ড্রাইভ নিয়ে নেয় এবং এই বিষয়ে কোন নিউজ প্রচার করা হলে প্রাণনাশসহ লাশ গুম করার হুমকি প্রদান করে।

এজাহারে বাদী শান্তর ছোট ভাই মোঃ রাহাদ ইসলাম জানান, এজাহার দাখিলের সময় হাসপাতাল থেকে দেওয়া পুলিশ কেইস কাগজসহ ভুক্তভুগির ২টি চিকিৎসাপত্র থানায় ওসির নিকট জমা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS