বাংলাদেশ দলের পঞ্চপান্ডব খ্যাত সিনিয়র পাঁচ ক্রিকেটারের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে টিকে আছেন কেবল সাকিব আল হাসান। এই ফরম্যাটে নেতৃত্বের ভারও তার কাঁধে। নতুন করে পুরনো দায়িত্বে ফিরে আসা কোচ চন্ডিকা হাথুরুসিংহের অবশ্য তাতে থোরাই কেয়ার। দলের ক্রিকেটাররা জুনিয়র নাকি সিনিয়র তাতে কিছু যায় আসে না বলে সাফ জানিয়ে দিলেন তিনি।
মাশরাফী বিন মোর্ত্তজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই। তামিম ইকবালও অবসরে গেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিমও। আর মাহমুদউল্লাহ রিয়াদ অবসরের ঘোষণা না দিলেও টি-টোয়েন্টিতে তাকে বিবেচনায় রাখছে না টিম ম্যানেজমেন্ট। গত এক দশকে তিন ফরম্যাটে জাতীয় দলকে নির্ভরশীলতা যোগানো সিনিয়রদের বিদায়ে নতুন দিনের চ্যালেঞ্জ টাইগারদের সামনে।
লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা দলে নতুন না হলেও এখনও পূর্বসূরিদের জুতায় পা গলানোর মতো পরিপক্বতা দেখাতে ব্যর্থ। তবে এসবে মাথা ঘামাতে নারাজ কোচ হাথুরুসিংহে। দলে কে আছে না আছে এসব ভেবে লক্ষ ধরে কাজ করে যাওয়ার পক্ষপাতী তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বুধবার (৮ মার্চ) টাইগারদের দলের টিম স্পিরিট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘স্পিরিট খুব ভালো। দলে সিনিয়র ক্রিকেটার নাকি জুনিয়র ক্রিকেটার -কারা আছে, তাতে কিছু যায় আসে না।’
নতুন করে দায়িত্ব নিয়ে ওয়ানডে সিরিজে কাজ করেছেন মোটামুটি পুরনোদের নিয়েও। টি-টোয়েন্টি সিরিজেই প্রথম নতুনদের নিয়ে কাজ করবেন তিনি। দল নিয়ে এখনো তেমন ধারণা হয়নি বলেই জানালেন তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘আমি আজকেই শুধু টি-টোয়েন্টি দলটা দেখলাম। ২০২৪ বিশ্বকাপের আগে যাত্রাটা মাত্রই শুরু হলো। অনেক কাজ বাকী। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, আমাদের শক্তিমত্তা অনুযায়ী কোথায় কাজ করতে হবে তা দেখা হবে।’
২০২৪ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা শুরু করতে হবে বলে জানালেন হাথুরুসিংহে।
তিনি বলেন, ‘গত বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় ছিল। আগামীবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই দুই দেশের কন্ডিশন নিয়ে আমাদের ধারণা খুবই কম। তাই সঠিক কম্বিনেশন ও পরিকল্পনা সাজাতে হবে। এটা চ্যালেঞ্জিং। তবে , এটা একইসঙ্গে অনেক ক্রিকেটারের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply