হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে রাস্তা পারা পারের সময় আবারও একটি মায়া হরিণ গাড়ি চাপায় মারা গেছে। গত রবিবার ভোরে কোন এক সময়র দ্রুত গতির ট্রাকের চাপায় হরিণটি মারা যায়। ঘটনার পর কে বা কারা মৃত দেহ নিয়ে গেছে নাকি অন্যকোন বন্যপ্রাণী তা খেয়ে ফেলেছে তা জানা যায়নি। বন বিভাগ বিষয়টি তদন্ত করছে। এর আগে মরা হরিণের ছবি কে বা কারা তুলে ফেসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়, জাতীয় উদ্যানের বন্যপ্রাণী মারা যাওয়ার ঘটনায় বালুবাহি ট্রাকের বেপরোয়া চলাচলকে দায়ী করে অনেকেই ট্রাক চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন। বন্যপ্রাণীর জন্য নতুন আতংক বালুবাহী ট্রাক।
সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে গেছে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত বালুবাহি ট্রাক ছাড়া ছোট বড় যান চলাচল করে।
ব্রাহ্মনবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে এসব ট্রাক চুনারুঘাট বালু নেওয়ার জন্য আসে। সকালে এবং বিকেলে এসব বালুবাহি ট্রাক বেপরোয়া ভাবে প্রতিযোগিতামুলক চলাচল করে। এসব ট্রাকের কোন একটি ট্রাকের চাপায় পড়ে মায় হরিণটি সড়ক পারাপারের সময় মারা যেতে পারে বলে বন বিভাগ ধারনা করছে। তবে হরিণটি উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে ২০২১ সালে একই ভাবে জাতীয় উদ্যানে বেপরোয় ট্রাকের চাপায় আহত একটি হরিণ চালক ও হেলপার ধরে নিয়ে যায়। পরে খবর পেয়ে চুনারুঘাট বাজারে এসে বন বিভাগ ও স্থানীয়রা হরিণটি উদ্ধার করে। কয়েক দিন পর হরিণটি মারা যায়। জাতীয় উদ্যানে যানবাহন চলাচল ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি থাকার নিয়ম থাকলেও চালকরা তা না মেনে বেপরোয়া ভাবে আগে বালু মহালে সিরিয়াল নিতে দ্রুত গতিতে চালিয়ে আসে। বিশেষ করে সকালে খালি ট্রাক দ্রুতগতিতে চলাচল করে। এতে উদ্যানের অভ্যান্তরের সড়তে প্রায়ই হরিণ, বানর, সাপ ইত্যাদি বন্যপ্রাণী মারা পড়ছে।
সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন জানান, এ সড়কে প্রতিদিনি প্রচুর ট্রাক চলাচল করে। যে কোন ট্রাকের চাপায় পড়ে হরিণসহ নানা প্রাণী মারা যেতে পারে। তিনি সকল চালকদের গতি কমিয়ে যান চলাচলের অুনরোধ জানিয়েছেন এ বিষয়ে জাতীয় উদ্যান ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ জানান, এ সড়কে প্রতিদিন শত শত বালুবাহি ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচল করে। জাতীয় উদ্যানের ভেতরে বন্যপ্রাণী চলাচলে বাধাগ্রস্ত হয়। মাঝে মাঝে বন্যপ্রাণী মারা যায়। হরিণটিও সেভাবেই মারা যেতে পারে তিনি জাতীয় উদ্যানের ভেতরে সড়কে গতিরোধক দেওয়ার দাবি জানিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply