দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ ২০ এর প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। ফাইনালে প্রিটোরিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে এইডেন মার্করামের দল।
জোহানেসবার্গের ‘দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে’ ফাইনালে টসে হেরে আগে ব্যাট করে প্রিটোরিয়া ক্যাপিটালস। স্কোরবোর্ডে ১৩৫ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে বসে ক্যাপিটালস।
মূলত, সানরাইজার্স ইস্টার্ন কেপের রুলফ ভ্যান ডার মারওয়ের বোলিং তোপে ব্যাট হাতে সুবিধা করে উঠতে পারেনি প্রিটোরিয়া ক্যাপিটালস। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান আসে ওপেনার কুশল মেন্ডিসের ব্যাটে। এ ছাড়া আর কেউই ২০ স্পর্শ করতে পারেননি। সানরাইজার্সের হয়ে ৪ উইকেট নেন মারওয়ে। ২টি করে উইকেট শিকার করেন সিসান্দা মাগালা, ওটিনেল বার্টম্যানের।
জবাবে সানরাইজার্স শুরুতেই টেম্বা বাভুমার উইকেট হারালেও অপরপ্রান্তে অ্যাডাম রসিংটনের ফিফটিতে শক্ত ভিত্তি পায়। ৩০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া জর্ডান হার্মানের ১৭ বলে ২২, এইডেন মার্করামের ১৯ বলে ২৬ রান করেন। মাঝে দ্রুত কিছু উইকেট হারালেও তাতে জয়ের পথে বাধা হয়নি। ২২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় তারা।
প্রিটোরিয়ার পক্ষে ২ উইকেট নেন আনরিখ নরকিয়া। ১টি করে উইকেট শিকার করেন ইথান বোস, আদিল রশিদ, কলিন ইনগ্রাম ও জিমি নিশামের। ৩১ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পান রুলফ ভ্যান ডার মারওয়ে। টুর্নামেন্ট জুড়ে ৩৬৬ রান করার পাশাপাশি ১১ উইকেট শিকার করে সানরাইজার্স ইস্টার্ন কেপের অধিনায়ক এইডেন মার্করাম হয়েছেন টুর্নামেন্ট সেরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply