শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের আমানত এখন ১ লক্ষ ৮৩ হাজার কোটি নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক জোরদারে দায়িত্ব নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান: ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করলো নির্বাচন কমিশন ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব গুলজার আহমেদ বাংলাদেশে প্রথমবার ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত

ভূমিকম্পে দুর্গতদের পাশে দেশবন্ধু গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কের দুর্গতদের জন্য শীতবস্ত্র দিয়েছে দেশবন্ধু গ্রুপ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর তুর্কি দূতাবাসে এসব শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার পর মানবিক বিপর্যয়ে পড়েছে দেশ দুটি। দেশ দুটিতে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমনবস্থায় তুরুস্কে নেমে এসেছে ভয়াবহ শীত, চলছে মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রা। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছেন অনেক মানুষ। ক্ষুধার পাশাপাশি প্রচণ্ড ঠাণ্ডার সঙ্গেও লড়তে হচ্ছে সবাইকে।

এ অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান তুরস্কের দুর্গতদের জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও মানবিক সহায়তার আহ্বান জানান। সাংবাদিকদের তিনি বলেন, নগদ অর্থের পরিবর্তে তুরস্ক বাংলাদেশের কাছে এই মুহূর্তে মানবিক সহায়তা চায়। যেমন দক্ষ উদ্ধারকারী দল, ওষুধ, গরম কাপড় এই ধরনের সহায়তা।

তুরস্কের রাষ্ট্রদূতের এই আহ্বানের পরপরই দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার নির্দেশে তুরস্কের দুর্গতদের সহায়তায় দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাউথইস্ট সোয়েটার্স লিমিটেড ও জিএম এপারেলস লিমিটেডের উৎপাদিত শীতবস্ত্র তুর্কি দূতাবাসে পৌঁছে দেওয়া হয়।

সাউথইস্ট সোয়েটার্স লিমিটেড ও জিএম এপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান লাকীর নেতৃত্বে দেশবন্ধু গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা শীতবস্ত্র পৌঁছে দেন।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের পাশাপাশি সাউথইস্ট সোয়েটার্স লিমিটেড এবং জিএম এপারেলস লিমিটেডের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ৬টায় প্রতিষ্ঠানদ্বয়ে ওই দুই দেশে ভূমিকম্পে মৃতদের জন্য শোক প্রকাশ ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS