নিজস্ব প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের রাস্তা, বেড়িবাঁধ ও পুকুর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়। এ বিষয়ে গ্রামবাসীদের সচেতন করতে মাইকিং করছে বনবিভাগ।
ধারণা করা হচ্ছে গতকাল বুধবার (১১ জানুয়ারি) রাতে সুন্দরবনের ভোলা নদী পাড়িয়ে বাঘ দুটি লোকালয়ে প্রবেশ করেছে। এর আগে ৫ জানুয়ারি সুন্দরবনের দাসের ভাড়ানী এলাকার খাল পেড়িয়ে গ্রামে ঢুকে বাঘ একটি ছাগল নিয়ে গেছে। এ অবস্থায় বাঘটির পায়ের ছাপ পর্যবেক্ষণ করছেন বনবিভাগ সংশ্লিষ্টরা।
সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আ. রহিম বলেন, ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বাঘের পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে দুটি বাঘ গ্রামে ঢুকেছে। গ্রামবাসীদের সাবধানে চলাচল করতে আজ বৃহস্পতিবার সকাল থেকে মাইকিং করছে বনবিভাগ।
বন সুরক্ষায় নিয়োজিত সিপিজির (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সহসভাপতি মো. শহীদুল ইসলাম সাচ্চু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাতে সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে প্রবেশ করেছে। আবু ভদ্রের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে বাঘটি গ্রামে ঢুকেছে। সকালে আ. মালেক, আসলাম, হারুন ভদ্রের বাড়ির পুকুর পাড় ও বাগানে বাঘের একাধিক পায়ের ছাপ দেখেছি।পায়ের ছাপগুলো ভিন্ন আকৃতির। মনে হচ্ছে দুটো বাঘ এসেছিল গ্রামে। খাবারের সন্ধানে বা পথ ভুলে বাঘ দুটি লোকালয়ে আসতে পারে বলে দাবি করেছেন তিনি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, লোকালয়ে বাঘের সন্ধান করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে। বনরক্ষীরা সোনাতলা গ্রামকে পর্যবেক্ষণ করছেন। বাঘের সন্ধান পেলে সুন্দরবনে ফিরিয়ে দেয়া হবে। এছাড়া জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। জনসাধারণকে সচেতন করতে বলা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply