রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

বাণিজ্য মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর দাবী

নয়ন
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন গার্মেন্টস শ্রমিকদের জন্য বাণিজ্য মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর দাবীতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যেগে আজ ১৮ ডিসেম্বর, ২০২২ রবিবার, সকাল ১১.৩০ টায় জাতীয় প্রেস ক্লাব, জহুর হোসেন চৌধুরী হলরুম (২য় তলা), ঢাকা এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা থেকে অবিলম্বে মাননীয় বাণিজ্য মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রনালয় তথা সরকারের প্রতি দাবী জানানো হয়। এ ব্যপারে ক্ষপ, আইবিসি, এনসিসিডব্লিউই, জি-স্কপ সহ সকল শ্রমিক সংগঠনের পাশাপাশি বিজিএমইএ এবং বিকেএমইএ কেও এগিয়ে আসার আহবান জানানো হয়।

বক্তারা বলেন : দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস। এ শিল্পে ৫ হাজার কারখানায় কাজ করে প্রায় ৪২ লক্ষ শ্রমিক। দেশের মোট রপ্তানির ৮৩% পূরণ করে এই শিল্প। কিন্তু দুর্ভাগ্য গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মজুরী অত্যন্ত কম। দ্রব্যমুল্যের আকাশ চুম্বী উদগতি, মূল্যস্ফীতি, গ্যাস-বিদুৎ-পানির মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি, যাতায়াত ভাড়া-চিকিৎসা খরচ বৃদ্ধি সব কিছু মিলিয়ে দেশের ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকেরা আজ দিশেহারা। এ অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হলে শ্রমিকেরা অন্তত টিকে থাকার একটা সুযোগ পাবে এবং এ শিল্পকেও টিকিয়ে রাখতে অবদান রাখতে পারবে–যা দেশের জন্য অন্তাত প্রয়োজনীয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলনে গত ১৬ সেপ্টম্বর, ২০২২ গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবী করা হলে, উপস্থিত মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এই দাবীর পক্ষে সমর্থন জানান এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য দ্রুত সময়ের মধ্যে রেশনিং ব্যবস্থা চালুর ব্যবস্থা গ্রহন করা হবে বলে আসস্ত করেন। কিন্তু এখনো পর্যন্ত রেশনিং ব্যবস্থা চালুর কোন পদক্ষেপ গ্রহন করা হয় নাই ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন: জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাফিয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-

• বিকেএমইএ-এর ২য় সহ-সভাপতি জনাব ফজলে শামীম এহসান।

• বিজিএমইএ-এর সম্মানিত পরিচালক জনাব খসরু আহম্মেদ।

• স্কপ-এর যুগা সম্বনয়কারী জনাব আহসান হাবিব বুলবুল।

• স্কপ নেতা জাতীয় শ্রমিক জোটের সহ-সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ।

• এনসিসিডব্লিউই-এর সমন্বয়কারী শ্রমিক নেতা মিস শামিম আরা ।

• আইবিসি-এর সভাপতি জনাব মীর আবুল কালাম আজাদ ।

• আইবিসি-এর সাধারণ সম্পাদক জনাব রাশেদুল আলম রাজু।

• জি-স্কপ-এর কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন ।

• বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি জনাব জেড এম কামরুল আনাম। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জনাব কাজী রুহুল আমিন ।

• বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি জনাব রুহুল আমিন ।

• বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব সালাউদ্দিন স্বপন।

• বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব বাবুল আকতার।

• ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক চায়না রহমান।

• ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম।

• একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান ।

• বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান।

• বাংলাদেশ ক্যামিকেল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব হুমায়ন কবির ।

• বাংলাদেশ গার্মন্টস কেমিকেল মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আকলিমা আক্তার আখি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS