লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকালে প্রতিষ্ঠান মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আবদুল গফুরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য মো. কামরুজ্জামান মোল্লা, মো. বাবর উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের, বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন, মো. আলী, জাকির হোসেন, আসাদুল ইসলাম, মানজুর এলাহী, মো. দেলোয়ার, কুলসুম আক্তার, রোকেয়া আক্তার, দিপা আক্তার, জসিম উদ্দিন, অফিস সহকারী আসিফ ইকবাল শরিফসহ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক। কিন্তু স্বাধীনতা বিরোধীরা স্বপরিবারে তাঁকে হত্যা করেছে। এটি ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়।
আলোচনা সভা ও দোয়া শেষে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply