সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন অনুষ্ঠান বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সমাবর্তন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতা করেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১৩০২ শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণ করেন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শামসুন নাহার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহদী-আল-মাহমুদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তফা-ই-জামান স্নাতক পর্যায়ে সিজিপিএ-৪ পেয়ে আচার্য স্বর্ণপদক অর্জন করেন।
ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে শামসুন নাহার ভ্যালেডিক্টরিয়ানের বক্তৃতা করেন।
সর্বোচ্চ সিজিপিএ-এর ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ব্যবসায় প্রশাসন অনুষদের পাঁচ জন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের চার জন এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ছয় জন শিক্ষার্থী উপাচার্য স্বর্ণপদক অর্জন করেন।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম ও উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply