শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লাইভে বিয়ে–ডিভোর্স নিয়ে নিজের অবস্থান জানালেন প্রভা বিদ্রোহী প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা: নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ইতিবাচক ও দৃষ্টান্তমূলক: সিডিএফ বন্যপ্রাণী সুরক্ষায় যুগান্তকারী অধ্যাদেশ জারি অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটাররা বাধাহীনভাবে ভোট দিতে পারবেন: ফাওজুল কবির মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ওরিয়ন গ্রুপকে অবৈধ সুবিধা, ৫০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা জানুয়ারির প্রথম ৭ দিনেই এলো ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স জ্বালানি, ডিজিটাল দক্ষতা ও নগর উন্নয়নে বাংলাদেশকে ২১.৭৭ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে জার্মানি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ১২১ দেশে ৭ লাখ ৬৭ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্পন্ন

দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১১০ Time View

দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেট অপর্যাপ্ত উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই বছর আমরা জেনেছি গত বছরের তুলনায় বাজেট আরও বাড়বে। এতে আমাদের কাজ আরও গতিশীল হবে।

রোববার (৫ জুন) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস আয়োজিত ১১তম আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যদিও করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক মন্দা চলছে। বিশ্বজুড়েই মন্দা বিরাজ করছে। তারপরও আশা করছি এই বছর আমরা বেশি বরাদ্দ পাব।

জাহিদ মালেক বলেন, দেশে নিউরোসার্জারি পরিস্থিতি ভালো। আমাদের অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তবে আমাদের লোকবল, বিশেষজ্ঞ ঘাটতি আছে। দেশে ২১০ জন নিউরোসার্জন আছেন, আমাদের প্রয়োজন আরও অনেক বেশি। রোগীদের যেন বিদেশে যেতে না হয় সেই লক্ষ্যে কাজ করছি। এই পরিস্থিতি বিবেচনায় প্রস্তাব দিয়েছি, যা বিবেচনাধীন আছে।

তিনি আরও বলেন, করোনার পাশাপাশি সব কার্যক্রম স্বাভাবিক ছিল। করোনার মধ্যেই ১০ হাজার চিকিৎসক, ১৫ হাজার নার্স নিয়োগ হয়েছে। করোনার মধ্যেই আটটি বিভাগে আটটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS