
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম মামুনুর রশিদ এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ভিপি মো. সাইফুল ইসলাম ও মো: নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম বলেন, আগামীদিনে যে নির্বাচন আসছে, সে নিবাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৈরব-কুলিয়ারচর একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। আমি যদি নির্বাচনে জয় হতে পারি তাহলে এই অঞ্চলের উন্নয়নসহ সার্বিক সাম্য, ভ্রাতৃত্ব ও সহাবস্থানে মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করবো।
তিনি আরো বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। সাংবাদিকরাও তাদের স্বাভাবিক সাংবাদিকতা করতে পারেনি। একটি প্রতিবন্ধকতা দলীয় প্রভাব কাজ করেছিলো। জুলাই গণঅভ্যাুত্থানে পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনসহ সকলের অংশে গ্রহণের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। এতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply