
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৭ কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।
বুধবার (১৭ডিসেম্ব) বিকাল ৪টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ফরম সংগ্রহ করেন নূরুল মিল্লাত।
এসময় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম ও ১নং সদস্য মো. সাইয়ূম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply