ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (FPI) অধিকার আদায় প্রকল্পের আওতায় নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন এর দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী ঝুমা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহীন সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হুসাইন কবির, মো. রাসেল মিয়া, আমিনুল হক শাওন।
এছাড়াও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মোঃ আবু নোমান,তানভীর হোসেন নিবিড়, মোজাহিদ, পরিবার কল্যাণ সহকারী কামরুন নাহার কবিতা, উম্মে সালমা। পরিবার কল্যাণ পরিদর্শিকা সুলতানা রাজিয়া প্রমুখ।
কর্ম বিরতিতে বক্তারা বলেন, ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট এই স্লোগানকে সামনে রেখে আমার পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করে যাচ্ছি। দীর্ঘ ২৬ বছর আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা অবহেলিত।
আমরা মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, পুষ্টি ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সেবা ও প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব সেবাসহ বিভিন্ন সেবা প্রদান করে থাকি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ভৈরব পরিবার পরিকল্পনা কার্যালয় সকল সেবা বন্ধ করে কর্ম বিরতি পালন করছি। আমাদের কর্ম দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের পদোন্নতি নেই। আমরা যখন যে পদে চাকরিতে ঢুকেছি সেই পদে চাকরি জিবন শেষ করতে হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ১১ তারিখ পর্যন্ত আন্দোলন করে যাবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply