রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সব রুটের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমান বন্দরের একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটেছে। চারপাশে প্রচুর কালো ধোঁয়া উড়ছে। এই অবস্থায় সব রুটের ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।
এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। পাশাপাশি অগ্নিনির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply