সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

‘ময়মনসিংহ বিভাগে নয়, থাকতে চাই ঢাকা বিভাগে’ স্লোগানে উত্তাল ভৈরব

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগে নয় থাকতে চাই ঢাকা বিভাগে স্লোগানে উত্তাল ভৈরবের জনপদ। মিশ্র প্রতিক্রিয়া স্যোশাল মিডিয়া ফেসবুকেও। রবিবার (১২ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ, মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখা হয়। দাবি আদায় না হলে ঢাকা সিলেট মহাসড়ক, রেলপথ, নৌ পথ অবরোধের ঘোষণা দেন ছাত্রজনতার।

বাসস্ট্যান্ড দূর্জয় মোড় এক বিক্ষোভ সমাবেশে ছাত্রনেতা হান্নান আহমেদ হিমুর সঞ্চালনায় বক্তব্য দেন, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি ছাত্রনেতা জাহিদুল ইসলাম হৃদয়, গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, ছাত্রনেতা জিয়া উদ্দিন, জুনায়েদ আহমেদ, পরাগ, জিহাদ আহমেদ, মোহাম্মদ আবির, মাহিন মিয়া, মওলানা শাহরিয়ার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভৈরবের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ভৈরবকে জেলা ঘোষণা করা। কিন্তু একটি কুচক্রী মহল ভৈরবের মানুষকে দীর্ঘদিন আন্দোলন থেকে বিরত রেখেছেন। ফ্যাসিস্ট দোসররা চাইলে অনেক আগেই ভৈরব জেলা হতো।

বক্তারা দাবি করেন ভৈরবকে জেলায় রুপান্তর করে ঢাকা বিভাগেই রাখতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রস্তাবিত সম্প্রতি কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে ভৈরববাসী ষড়যন্ত্র হিসেবে দেখছে এবং তাদের প্রস্তাবকে ভৈরব বাসী প্রত্যাখান করে রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি ছাত্রনেতা জাহিদুল ইসলাম হৃদয় বলেন, আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ ছাত্রজনতার ব্যানারেই প্রতিবাদ জানিয়েছেন। অচিরেই ভৈরবকে জেলা ঘোষণা করে ঢাকা বিভাগেই অন্তর্ভুক্ত রাখতে হবে। সরকারকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে। তা না হলে সারা দেশে যোগাযোগ বন্ধ করে দেয়া হবে। অচল করে দেয়া হবে সড়কপথ, নৌ পথ ও রেলপথ। বিক্ষোভ শেষে ছাত্র জনতা মিছিল নিয়ে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী বন্ধ রাখেন ভৈরব-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ যানচলাচল।

এদিকে ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রস্তাবে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভৈরবের নেটিজেনদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা মুখ্য সংগঠক শরিফুল হক জয় তার ফেসবুক আইডিতে লেখেন, নির্বাচনের আগে দেশটারে অস্থিতিশীল কইরেন না! কিশোরগঞ্জ ঢাকা বিভাগে থাকবে এটা আগের সিদ্ধান্তই। আপনাদের নতুন করে আমাদের ময়মনসিংহ বিভাগে দিতে হবে না। কাজের কাজ করেন, আজাইরা কাজ বেশি কইরেন না। যদি পুনর্বিন্যাস করতেই হয়, তাহলে ভৈরবকে জেলা ঘোষণা করে ঢাকা বিভাগে দিন কারণ ময়মনসিংহ পর্যন্ত যাতায়াত আমাদের জন্য অসম্ভব। এ ছাড়াও নেটিজেনরা ভৈরবকে জেলা দাবি করে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে না নিয়ে ঢাকা বিভাগে রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS