ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম সভাপতিত্বে এ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা মাসব্যাপী কর্মসূচি শুভ উদ্বোধন করেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুর রহমান।
ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচার সহ-সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন।
এছাড়াও বক্তব্য রাখেন ভৈরব বাস মালিক সমিতির সভাপতি মোঃ আবু বায়েছ, নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, ভৈরব উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ দুলাল, কার্যকরী কমিটির সদস্য ও উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন বিএসসি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, রক্তসৈনিক নজরুল ইসলাম, এম এ বাকি বিল্লাহ, মোঃ জামাল মিয়া, ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভৈরবের সড়কগুলোতে নানান অনিয়ম, যানজট ও যাত্রী ভোগান্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা নিরাপদ সড়ক গড়তে প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নিসচা ভৈরব শাখার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৫ বছর (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
Leave a Reply