কিশোরগঞ্জের ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস মিছিল ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল ১১ টায় ভৈরব উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে জশনে জুলুস মিছিল এসে ভৈরব পৌর বালিকা হাই স্কুল মাঠ থেকে একত্রিত হয় পরে একটি বিশাল মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে ভৈরব সরকারি কে বি মডেল হাই স্কুলে মাঠে গিয়ে শেষ হয়।
জশনে জুলুস মিছিলে বিভিন্ন রকম ব্যানার-ফেস্টুন নিয়ে নবীপ্রেমী হাজারো মানুষ অংশ নেয়। পরে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়। এর আগে জশনে জুলুস আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভৈরব শাখার সভাপতি হাজী মো: আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শায়েখ আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী,বিএনপি ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন ও মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ এবং জহিরুল ইসলাম ফরিদী প্রমুখ ।
Design & Developed By: ECONOMIC NEWS