স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জের রোহিলা এলাকায় কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে কৃষিজমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় শত শত কৃষকেরা।
কৃষকদের কথা চিন্তা করে বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে আবাদী জমিতে ধানের চারা রোপণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন।
শনিবার সকাল থেকে স্থানীয় শত শত কৃষকদের সাথে নিয়ে রোহিলা বিলে আবাদী জমিতে ধানের চারা রোপণ করেন তিনি।
এসময় মোহাম্মদ দুলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে আবাদী জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। তাছাড়া অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কৃষি বীজ বিতরণ করা হয়েছে। আমার দল ও দেশের মানুষের জন্য সব সময় কাজ করে যাওয়ার আশ্বাস দেন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS