স্টাফ রিপোর্টার: ঢাকা পূর্বাঞ্চল নাট্য গোষ্ঠীর আলোচনা সভা ও মঞ্চ নাটক নীল আকাশের নীলিমা মঞ্চস্থ করা হয়েছে।
সংগঠনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় সূত্রাপুর লোহারপুল এলাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বিক্রমপুর নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল হোসেন টুকু।
সংগঠনের সভাপতি এনায়েত হোসেন হিরো, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান মিয়া ও যুগ্ম সম্পাদক শাহানাজ সিমির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান উদ্বোধন করেন মঞ্চশিল্পী কল্যাণ সংঘের সভাপতি হারুন শিকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিক্রমপুর নাট্যগোষ্ঠীর সভাপতি এস এম শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কিবরিয়া, নাট্যনির্দেশক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মনজুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ সানোয়ার হোসেন, আসমানী পরিবহন লিমিটেডের পরিচালক মোহাম্মদ শামীম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুবুর রহমান মোল্লা, ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষ কামরুল ইসলাম রাজু, নাট্য সম্পাদক ওয়াহিদ মুরাদ প্রমূখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে অভিনেত্রী হুমায়রা তাবাসসুম নদীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা শেষে আব্দুল মান্নান এর রচনায় এবং লুৎফর রহমান ভূঁইয়ার নির্দেশনায় মঞ্চস্থ হয় সামাজিক নাটক নীল আকাশের নীলিমা। এতে অভিনয় করেন এনায়েত হোসেন হিরো, মোহাম্মদ ফোরকান মিয়া, শাহনাজ সিমি, হুমাইরা তাবাসসুম নদী, মধু, আব্দুর রব, তরিকুল ইসলাম প্রমূখ।
Design & Developed By: ECONOMIC NEWS