ভারতীয় জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকের ‘ঝিলিক’ চরিত্রটি রূপায়ন করেছিলেন অভিনেত্রী তিথি বসু। দর্শকের কাছে তিনি ঝিলিক হিসেবেই বেশি পরিচিত। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিথি। তবে নিয়মিত ভ্লগিং করছেন। এর আগে প্রেমে পড়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু সেই প্রেম বেশিদিন টেকেনি। আবার নতুন প্রেমে মজেছেন তিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই খবর।
প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছেন তিথি। তবে ছবিতে প্রেমিকের মুখটি স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন তিনি। তার কারণ হলো, যদি কেউ নজর দেয়!
ভারতীয় গণমাধ্যমকে তিথি বলেন, ‘‘আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দুই জনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু দুইজনের ছবি পোস্ট করতেও ইচ্ছা করে, পোস্ট করলাম।’’
তিথি আরও জানিয়েছেন, ভ্লগিং করতে গিয়েই দেখা দুইজনের। তারপর মন দেওয়া-নেওয়া হয়েছে। তিথির নতুন প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। শুভজিৎ মিডিয়ার কেউ নন। সম্পূর্ণ অন্য পেশার মানুষ। আগে চাকরি করতেন এখন ব্যবসা শুরু করেছেন।
তিথি-শুভজিৎ আপাতত প্রেমে থাকতে চান। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি তিথি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply