যুক্তরাষ্ট্র ও তাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা কিছুটা কমে গেছে। তবে ডলারের মান দুর্বল থাকায় স্বর্ণের দাম খুব বেশি কমেনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ জুলাই) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৩৬০ দশমিক ৬৮ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৩৬৩ ডলারে বেচাকেনা হচ্ছে।
ওন্ডার সিনিয়র বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘বাজারে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় স্বল্পমেয়াদি বিনিয়োগকারীরা কিছু মুনাফা তুলে নিচ্ছেন। তবে ডলার দুর্বল এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা থাকায় স্বর্ণের দাম ৩ হাজার ৩৬০ ডলারের কাছাকাছি টিকে আছে।’
ইইউ কূটনীতিকদের মতে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে। এতে ইইউ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে, যা জাপানের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক চুক্তির মতোই হবে।
এদিকে বাণিজ্য উত্তেজনা প্রশমনের ইঙ্গিতে বিনিয়োগকারীদের ঝুঁকি নেয়ার মানসিকতা বেড়েছে। ফলে এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ডলারের মানও এক মাসের মধ্যে সবচেয়ে খারাপ সপ্তাহের দিকে যাচ্ছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কিছুটা সস্তা হয়েছে।
তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেকারভাতার আবেদন অপ্রত্যাশিতভাবে কমেছে। শ্রমবাজার স্থিতিশীল থাকলেও চাকরি খোঁজার গতি কিছুটা ধীর হয়েছে। ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে সুদহার অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। তবে সেপ্টেম্বরে তা কমতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।
অন্যদিকে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩৮ দশমিক ৯৬ ডলারে নেমেছে, তবে সাপ্তাহিক হিসাবে ২ শতাংশ বেড়েছে। প্ল্যাটিনাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৩৯৬ দশমিক ৪৩ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২১৭ দশমিক ০২ ডলারে বেচাকেনা হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply