ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ২৭৫ পিছ নেশা জাতীয় ইয়াবা সদৃশ এ্যামফেটামিন যুক্ত যৌন উত্তেজক ট্যাবলেটসহ ০১ (এক) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
গ্রেফতারকৃত হলেন, ভৈরব উপজেলার আগানগর উওরপাড়ার মৃত ছাদত আলীর ছেলে সাইফুল (২৫)
র্যাব-১৪ সূত্রে জানা যায়,ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার আগানগর এলাকায় কতিপয় ব্যক্তি এ্যামফেটামিন যুক্ত যৌন উত্তেজক ইয়াবা সদৃশ ট্যাবলেট প্রতারণামূলকভাবে বিক্রি করার জন্য অবস্থান করছে।
সোমবার( ২১ জুলাই) রাত অনুমান ০৮:১০ ঘটিকায় ভৈরব উপজেলার আগানগর গোকুলনগর বাজার ঈদগাহ রোডস্থ কাদেরিয়া ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ২৭৫ (দুইশত পঁচাত্তর) পিস ইয়াবা সদৃশ এ্যামফেটামিন যুক্ত যৌন উত্তেজক ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত নেশা জাতীয় মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২৭,৫০০/-(সাতাশ হাজার পাঁচশত) টাকা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply