ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকালে উপজেলা শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামে ভূইয়া বাড়ি বংশের সাথে সালাম মেম্বারের বাড়ির বংশের মধ্যে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনূর রসিদ।
সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলো, মাসুদ মিয়া (৩০), শাকিল মিয়া(২৫), রুমান মিয়া (৩৩), এমাদ হোসেন (৬০), জিহাদ মিয়া (২৫), শাহবুদ্দিন মিয়া (২৮), আরিফ মিয়া (২২), রুবেল হোসেন (৩০), আব্দুর রসিদ (৫৫), জিবন মিয়া (২০), মাসুম মিয়া (২৪), রিয়াদ মিয়া (১৮), হান্নান মিয়া (২০), হুমায়ুন কবির (২৬), শফিকুল ইসলাম (৩৫), অনন্ত মিয়া (১৬), শাহিন মিয়া (১৭), বিল্লাল মিয়া (৩৫)। এদের মধ্যে এমাদ মিয়ার অবস্থার অবনতি থেকে চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিল্লাল মিয়া, আরিফ মিয়া ও জিহাদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এ ছাড়াও আরো ১৩ জন আহত হয়েছেন। বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাফরনগর গ্রামের খেলার মাঠে দুই বংশের জমি রয়েছে। বিকাল হলেই বিভিন্ন বংশের যুবকেরা মাঠে খেলাধুলা করে। ঈদুল আজহার দু’দিন আগে ভূইয়া বাড়ি বংশের যুবকদের সাথে সালাম মেম্বারের বাড়ির বংশের যুবকদের মধ্যে মাঠের খেলতে গিয়ে দখল নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে যুবকদের মধ্যে বেশ কয়েকদিন উত্তেজনা চলে। ১০ জুন বিকালে সালাম মেম্বারের বাড়ির বংশের ইয়ামিন নামে এক যুবক মোটরসাইকেল নিয়ে ভূইয়া বাড়ির সামনে দিয়ে যাওয়ার মুহূর্তে ভূইয়া বাড়ির এক যুবককে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। এসময় ভূইয়া বাড়ির যুবকেরা মোটরসাইকেলের চাবি রেখে দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। দুই পক্ষ দা, লাঠি সোঁটা, টেঁটা, বল্লম, ইট,পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের ৩০ জন নারী পুরুষ আহত হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply