ভৈরব প্রতিনিধি(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে ষ্টেশনের ফ্লাটফর্মে উপর একটি ব্যাগ পড়ে আছে দেখে টহলরত পুলিশ সদস্যদের দল ব্যাগটি হাতে নেন। বঢাগের মালিককে খুজে না পেয়ে পরে ব্যাগ খুলতেই তারা দেখেন এক লাখ সতের হাজার টাকা ও দুটি মোবাইলসহ চেকবই ছিলো। এরপর এই ব্যাগ থানায় নিয়ে পরে তথ্য ও প্রমাণের ভিত্তিতে আজ সকালে আসল মালিকের কাছে টাকাসহ ব্যাগ হস্তান্তর করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভৈরব রেলওয়ে থানার বলেন টহলরত ব্যাগ হাতে পেয়ে থানায় নিয়ে আসে। এ সময় এই ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে পেতে আমরা ব্যাগে থাকা মোবাইলে ডায়াল নাম্বারে ফোন দিয়ে ব্যাগের মালিক কে খুজে পাই । তখন আমরা তার নিকট থেকে পাওয়া তথ্যের সাথে ব্যাগে থাকা টাকা এবং চেক বইয়ের মিল পাই।
হারিয়ে যাওয়া ব্যাগের মালিক গোলাম মোস্তুফা বলেন ,আমি সন্ধা সাড়ে টার মহানগর গোধুলী ট্রেনে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠে দেখি টাকার ব্যাগটি আমার হাতে নেই , কিভাবে পড়ে গিয়েছে সে বুঝতে পারেনি। পরে পুলিশ আমার হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পাওয়ার পর আমাকে পুনরায় ফেরত দিয়েছে এটা সত্যিই অবিশ্বাস্য। পুলিশের প্রতি আমার ধারণা পাল্টে গেছে। সততার যে উজ্জ্বল দৃষ্টান্ত আজ ভৈরব রেলওয়ে পুলিশ রাখলেন তাতে আমি অভিভূত।
ভৈরব থানা রেলওয়ে ওসি, সাঈদ আহমেদ বলেন , ব্যাগটি কুড়িয়ে নিয়ে দেখি তাতে একটি টাকার বান্ডিল ও একটি চেক বই এবং দুটি মোবাইল রয়েছে। পরে তথ্যপ্রমাণের ভিত্তিতে গোলাম মোস্তুফা ব্যাগের প্রকৃত মালিক হাওয়ায় তাকে ব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply